ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৬২

সীমিত পরিসরে হজ আয়োজনের ঘোষণা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪২ ২৩ জুন ২০২০  

 

মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ বছর শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার ধর্মভীরু মুসল্লিরা সীমিত সংখ্যায় হজে অংশ নিতে পারবেন।

দ্য ইসলামিক ইনফরমেশন নামের আন্তর্জাতিক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে অনেকগুলো মিটিংয়ের পর সোমবার (২২ জুন) এ সিদ্ধান্ত জানানো হয় 'হারামাইন শরীফাইনের' ওয়েবসাইট ও টুইটার পেজে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আর এবার আশঙ্কাকেই সত্যিতে পরিণত করল বাস্তবতা। 

বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি জড়ো হন।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর